স্পট ফিক্সিংয়ের অভিযোগ বিজয়ের উপর, দেশ ছাড়ায় নিষেধাজ্ঞা

স্পট ফিক্সিংয়ের অভিযোগ বিজয়ের উপর, দেশ ছাড়ায় নিষেধাজ্ঞা
বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে থাকা এনামুল হক বিজয়ের বিরুদ্ধে এবার উঠেছে গুরুতর স্পট ফিক্সিংয়ের অভিযোগ। এর ফলস্বরূপ, তাকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যদিও এই অভিযোগ এখনও প্রমাণিত হয়নি, তবে বিসিবির দুর্নীতি দমন বিভাগ সংশ্লিষ্ট সংস্থাকে তাকে দেশ ত্যাগ করতে না দেয়ার নির্দেশনা দিয়েছে। তদন্ত চলাকালে আপৎকালীন পদক্ষেপ হিসেবে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, এবং অভিযোগ যদি প্রমাণিত না হয়, তাহলে তা তুলে নেওয়া হবে। বিজয় একা নন, তার সতীর্থ আরও কিছু ক্রিকেটারের ওপরও নজরদারি চলছে। রাজশাহী ছাড়া অন্যান্য ফ্র্যাঞ্চাইজির সদস্যদের ওপরও কড়া নজরদারি রাখা হয়েছে। এনামুল হক বিজয় মৌসুমের শুরুতে রাজশাহীর অধিনায়ক ছিলেন, তবে দলের খারাপ পারফর্ম্যান্সের কারণে তাকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে তাসকিন আহমেদ অধিনায়ক হিসেবে দলটি প্লে অফে যাওয়ার পথে রয়েছে।